জমে থাকা বই খাতা গুলো বিক্রী   করব বলে বের করে আনলাম,
বেরিয়ে এল, অঙ্ক, বিজ্ঞান, বাংলা.
ফিরে গেলাম পূরনো ছাত্র জীবনে,
ছেলেকে বললাম;
এগুলো যত্ন করে গুছিয়ে রাখো.
ছেলে বলল;
ওগুলো ব্যাক্ ডেটেড,
বিদেয় করে দাও.
সত্যি-ই তো ব্যাক্ ডেটেড.
ক্রম বিবর্তনের ব্যাটনটা হস্তান্তর করে,
পৌঁছে যাবো ভবিষ্যতের কোন জাদুঘরে, বা কোন চিড়িয়াখানায়.
পাশ দিয়ে সভ্যতা ছুটে চলে যাবে, দিগুন, চারগুন, আটগুন গতিতে.
পিছন ফিরে তাকানোর সময় কোথায়?
          ............