ছোট বেলায় বাবা আমাকে নিয়ে গেল কয়েকটা গাছ লাগাতে.
বাবার উপর ভারি রাগ হলো,
এটা আমার খেলার সময়.
তা না করে ,
আমাকে নিয়ে গাছ লাগাচ্ছে.
বাবা কি নিষ্ঠুর!
বোধ হয়,
আমার চেয়ে গাছ গুলোকেই বেশি আপন করে দেখছে.


এখন বাবা আর নেই,
ছেলে বড় হয়েছে, কর্মব্যস্ত.
এখন আমার সময় কাটে,
বাবার লাগানো সেই গাছ গুলোর গোড়ায় বসে বসে.
            ..........