রাস্তা দিয়ে হাঁটছিল শীর্নকায় কুকুরটি,
বারে বারে তার পেছনের দিকটা হেলে পড়ছিল,
খুবই ক্ষুদার্ত.
আমিও যে কিছু খেতে দেব,
তার উপায় নেই,
আমিও তো ক্ষুদার্ত.
বরং ওর সঙ্গেই হাঁটতে শুরু করি,
দেখি, দুজনের মিলিত আর্তনাদ কিছু খাওয়ার জোটাতে পারে কিনা.
কিছু সময় পর, আমার পেছনের দিকটাও পেঁচাতে শুরু করল.
দুজনে, দুজনের পশ্চাৎ ভাগ এক জায়গায় করে নিলাম.
কিন্তু দুজনের মুখ গেল দুদিকে ঘুরে.
আমাদের আর্তনাদ দানা বাঁধতে পারলনা,
অনাহারে দুজনেই মারা গেলাম.
           ...........