আমাদের ইস্কুলে,
পড়েছি ভাই মুস্কিলে.
ছেলেগুলো বলে সবে,
মদ, গ্যাঁজা আর খাব না,
বুঝবে ঠ্যালা তখন তবে.
হেড দিদিমনি, বুদ্ধী তার ক্ষুরধার,
তার ভয়ে কত ছেলে হয়ে গেল পগার পার.
কত ছেলে করল বিয়ে,
স্কুলেরই ঔ ধন্যি মেয়ে.
মাষ্টার গুলো চিন্তায় মরে,
বই, খাতা গুলোর চোখে জল যে ঝরে.
দিদিমনি গুলো চিন্তায় সারা,
লিপিস্টিক, সোনা দানার দাম যে হবে বাড়া.
আমি একা কি করি ভাই,
গ্যাঁজা, মদ ছাড়া গতি যে নাই.
কোথায় খাই প্রান খুলে,
তাই ভেবেছি,
আর যাবোনা ইস্কুলে.
        ...........