বিচ্ছিন্নবাদী গল্পের মোহনায়
নিজেকে খুঁজে পাওয়া মানে
ঐশ্বরিক সম্ভাষণ,
ঈশ্বরের পদতলে, সৃষ্টি লুটে পড়ার
অর্থ এই,সৃষ্টিকর্তাই সর্বজনীন,
সর্বশক্তিমান।


আমি কখনোই এমন ছিলাম না
বিশ্বাস করো!
আমি কখনোই এমন ছিলাম না।
রূপ, যৌবন, খ্যাতি-জস,গুণ-কীর্তন
এসব কিছুই আমার নেই;
তবুও তো আমি, আমার মতই
আমাকে চিনিবে, জাসিবে যে জন
তাহাকেই গুণক্ষরে, করি আমি আপন।


তাহার মধ্যে তুমি, আর তোমার মাঝে আমি
মসজিদ, মন্দির, গির্জা কিংবা শ্মশান
তোমাকে পাওয়ার ইচ্ছায়,সর্বপেরেশান
তুমি আছো, তুমি থাকবে, এ জীবন মন্দিরে
স্বপ্নগুলো লুটপটি, বুকের পিঞ্জরে;
তুমি আকাশে থাকো, নাকি! থাকো জমিনে?
খুঁজেছি তোমায় আমি, ত্রি-ভুবনে।


ঐশ্বরিক সম্ভাষণ-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ