সময়ের সাথে সাথেই
বয়সও  একটা আঁকিবুকি কাটে
                    মুখের ক্যানভাস-এ  


একদিন তোমারও  রূপ-সৌন্দযের ওপর
রোদ চলে যাবে
           আমারও যাবে    খরা
ফাটা মাটি    মুখের ক্যানভাস ...

আরশি  আর দেয়ালের ঘড়িটা
কিছুই ধরে রাখেনা


পৌষের  লেপে যে  কৌমার্যের সুগন্ধি
তাতেও লেগে থাকে
দর্পচূর্ণ হওয়ার উপাখ্যান
      লেপেও জন্মায় একগুচ্ছ কবিতা
উষ্ণতা ও রোদন

মেঘের ভেতরে সময়  
নিকষ কালো   থেকে সাদা হয়
শুধুই আশ্চর্য ব্যবধানে    

ছায়া দেখেছো কখনো
              সময়ের অন্তরালে
                        পরিবর্তন !


ছায়া ক্যানভাসহীন   খরাহীন


মনটাকে ছায়ার আবর্তে রাখলে
তার ঔজ্জ্বল্যে
       লেপের কুসুম-গন্ধ থেকে যায় ....
        


@কমল নুহিয়াল