কত ইচ্ছেই তো মনের ভেতরে থেকে যায় অ-পূরিত
কত আশা জমাট বেঁধে বেঁধে হয়ে ওঠে বীজ-দানা
জল  আলো বাতাস ও পরিচর্যা-হীনতায়
কত আনন্দই তো মেলতে পারেনা ডানা ।


তবু থাকি, বীজগুলোকে সযত্নে বুকের ভেতরে রাখি
যদি কখনো সবকিছু ওলটপালট দমকা হাওয়ায়
যদি কখনো পাঁজর ভেদ করে আলো পড়ে
অথবা আদরিত মেঘভাঙ্গা দু-চার ফোঁটা বৃষ্টি-ধারায়...


এভাবেই ঘটে যাচ্ছিল প্রতিনিয়ত ইচ্ছেগুলোর বীজান্তর
এইভাবেই হয়তো অচেনা আকাশে হতাম অস্তমিত
এইভাবেই যদি তুমি – প্রকৃতির ছোঁয়ায় জীবনটা না দিতে
যদিনা তোমার পরশে সে বীজ হত অঙ্কুরিত ।


এখন বুঝি, প্রতিটি মনের ভেতরেই বীজ লুকিয়ে থাকে
প্রতিটি মন নিজের ভেতরে জল আলো ও বাতাস রাখে ।