ভোরবেলা জেগে উঠলেই   একঝাঁক বিষ-মেঘ
জড়ো হয় সম্পর্কের উঠোনে;


আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি     অবহেলা
নিঃশব্দ রাত-বিছানায়  
        সময়ের রেশটুকু বয়ে নিয়ে যায় ।


ভোরবেলা     জেগে উঠলেই  দাঁত-নখ বের করে
একদল নেকড়ে  জড়ো হয় বিষাদ-কাননে  


আমার ফুলগুলি মাটিতে মিলায়     অবজ্ঞায়
শিশিরভেজা ঘাস  
        বজ্রপাতের আগমনী  গায় ।