জাগতিক কিছু আর দৃষ্টিতে নেই
যতদূর চোখ যায়
কুয়াশার আবরণ
আবরণ থেকে মোহময় ঝংকার
ফোঁটা ফোঁটা শিশির পড়ার।


ওইখানে সুর বাঁধে ভেজা ঘাস
হলুদের ব্যথা থেকে
শিশিরের আবেগ লালন, আর
বাতাসের হিম হেকে কণায় কণায়
উদ্গত যত ঘন অনুরাগ।


অনুরাগ থেকে অঙ্কুর আলোকলতায়
কুয়াশার বুকে দাগ
এখন আগুনে জ্বলে যায় চারিদিক
এখন শুধুই আবরণ খুঁজে যাই
খুঁজি শূন্যতায় শিশিরের ঝঙ্কার।


______________________________________________________
কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি