ইদানিংকালের বহুল প্রচলিত দুটি শব্দ “স্ট্যাটাস আপডেট” । সৌজন্য অবশ্যই সোশ্যাল মিডিয়া । এরকমই এক সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ কবিতা লিখছেন। পাঠকের সংখ্যাও নেহাৎ কম নেই। পাঠকের নিজস্ব মতামত প্রকাশিত হচ্ছে। কবিতার পোস্টমর্টেম হচ্ছে। এতদূর সব ঠিক আছে, কিন্তু সেদিন দেখলাম একটি মতামত এ লেখা “ এটি কবিতা নয়, স্ট্যাটাস আপডেট” । একটু অবাক হলাম। অবাক কারণ, আমি এক কবিকে জিজ্ঞেস করেছিলাম কবিতা কি করে লেখেন – তিনি বলেছিলেন , “ওটা একটা মুহূর্ত এবং সেই বিশেষ মুহূর্তের অনুভূতি” । অনেক ভেবে দেখলাম – ঠিকই তো বলেছেন। কবিতা লিখব ভাবলেই তো কবিতা লেখা যায়না । মনে ভাব আসা দরকার। ভাব আনতে হলে সেই মুহূর্তে কবির মানসিক অবস্থা অবশ্যই একটি বিশেষ ভূমিকা পালন করবে। অর্থাৎ, কবির সেই সময়ের স্ট্যাটাস কি ?
অনেক বিখ্যাত কবিদের কবিতাও কি স্ট্যাটাস আপডেট নয় ?