তোকে ভাল লেগেছিল তাই
বাসা বেঁধেছিলাম কদমের ডালে ।


আমি কুড়িয়ে কুড়িয়ে এনেছি খড়কুটো
তুই সযত্নে গেঁথে গেঁথে
                বানিয়েছিলি বাসা,
আমি সোনালী স্বপ্ন সেখানেই প্রথম দেখেছি
তোর সূর্যস্নাত ঠোঁটে
তোর উজ্জ্বল চোখের মনিদুটো
আলো দিত রাতভোর
খিল খিল হাসিতে কদম ছড়িয়ে যেত
                           চারপাশ,
আমি, আহ্লাদে চাঁদ-সোনা
কতকিছু ভেবেছি কতদিন ।


তোকে পেয়েছিলাম তাই
এখনও বসে থাকি কদমের ডালে ...


আমি রাত জেগে জেগে তোর শান্তমুখ
ঈর্ষায় দেখেছি কতদিন
আমি একা একাই চুম্বন
সারা শরীরে মেখেছি কতদিন।


তোকে ভাল লেগেছিল তাই
এখনও ঘুমোই কদমের ডালে।


© কমল নুহিয়াল ১০/০২/২০১৫