স্থির জলে প্রতিবিম্বের ভেসে ওঠা
আর সেই প্রতিবিম্ব দেখে
তার ভেতরে সমাহিত হওয়ার ভাবনা
অস্বাভাবিক নয়।


স্থিরতা সরলেই প্রতিবিম্বের প্রসারণ ও
বিক্ষিপ্ত হওয়াও স্বাভাবিক।


তরল যেমন সিক্ততা দেয়
তৃষ্ণা নিবারণ করে
আবার উদ্বায়ী স্বেদজল হতেও পারে স্বভাবতই।


প্রাকৃতিক কারণেই
               আমাকে মুষ্টিবদ্ধ করা কঠিন
কারণ, আমি বহমান তরল
যুগ যুগ ধরে গ্রাস করে যাই
খ্যাত ও অখ্যাত জনপদ-
কখনো আমি পুষ্করিণীর ঘোলাজল
                       কখনো বিস্তৃত নদ,
আমার প্রকৃতি তরল তাই
দৃশ্যমান প্রতিবিম্ব হতেও পারে সাময়িক
আমি তরল তাই,
                আমার ব্যপ্তি দশদিক-  


আমি তরল- আমার শৃঙ্খলে ভয় নাই।


© কমল নুহিয়াল  ০১/০৪/২০১৪