একে একে সমস্তই অলংকার খুলেছি,
খুলে রাখা আভুষণ    দ্যুতিহীন
বর্ণহীন বস্ত্র থেকে বোঝা যায়
       এদের জৌলুস আসলে তোমার শরীরেই।


তোমার চোখের কাজললতায়
অথবা,
      গোলাপ-পাপড়ি  ঠোঁটে
তোমার লজ্জা-লাল গালে
আমার উষ্ণতা বাড়ায়    স্পর্শ
পুড়ে যাচ্ছি উত্তাপে...     যেতেও চাই।


আগুন, কখনো খোলা ছাড়তে নেই
নিজে যতটা না পোড়ে
অন্যকে পোড়ায় ঢের বেশী।


আমি পুড়ছি,      তুমি আবরণহীনা ...


এটুকুই কি চেয়েছি !


ইচ্ছে তো পোড়ার ছিলনা,
আবরণগুলো সরিয়ে সরিয়ে
         ছুঁতে চেয়েছিলাম মন...


আমি যে শুধুই ভস্ম হলাম।


© কমল নুহিয়াল  ০১/০১/২০১৪