একটি নদী বইছিল তার
জীবন ধারায়
দুইটি জীবন জড়িয়ে চলে
          গড়িয়ে চলে ...
                  স্নিগ্ধতায়।


একটা বয়স   পেরিয়ে এল   একূল-ওকূল
সময় কাটে,   ভাসছে সাথে
                       সৌর-অনল।


একটা নদী   জড়িয়ে ধরে    সোহাগ সকল
কখন একটা পাথর শিলায় হোঁচট খাওয়া
পাথর ভাঙা দুইটি ধারায় বয়ে যাওয়া...
একটা নদীর   দুইটি ধারার    চারটি পাড়ে
     দূরত্বটা     একটু-একটু   অনেক বাড়ে,


একটি দেহের দুইটি চোখের দুইটি ধারায়
বইছে নদী    চলছে সময়
                        সময় হারায়।
একটা ধারা জোয়ার তুলে পাশ ফিরে যায়
অন্য ধারা   শান্ত তখন-
                   নিজের মতন।


© কমল নুহিয়াল  ১৯/০৩/২০১৪