অনুনয়-বিনয়ের দিন শেষ
ভগবান, তুমি যেভাবে আছ
সেভাবেই থাকো বেশ,


        যাদের রেখেছ ভাল, ভাল থাক
        আমার বাঁচার ইচ্ছেটাকেও
        কষ্ট-ঘুণ ছিঁড়ে ফুঁড়ে খাক।


জ্যোতিষীরা বলেন দারুণ জন্মছক
গণ্ডাখানেক গ্রহ বক্রী নাহলে
এ জনম হতোই সার্থক,


        বাস্তুটাতেও আছে কিছু গোলযোগ
        পাথর- কবচ দিলে
        নিশ্চিত ঘুচবেই ছন্নছাড়া যোগ।


রবি-মঙ্গল মেষে আছে ঠিক
বৃহস্পতিও একাদশে
তবুও আমার রুদ্ধ- চৌদিক ,


        এসব আসলে কিছু নয়
        তুমিও আছ একসাথে
        নিত্যই তোমার তো পূজা হয়।


ধূপ-ধুনো ফুল-ফল মণ্ডা-মিঠাই
পেয়ে যাও প্রতিদিন
সে আমি যেভাবে হোক যোগাই,


        নতুন কাপড়জামা নতুন আসন
        ঝকঝকে থালা-বাটি
        কখনো কি আমি হয়েছি কৃপণ?


বলতে পার কি এ কেমন বিধান
যদি আমি বক্রী হই
তুমি কোথায় যাবে হে ভগবান?


© কমল নুহিয়াল   ২৯/১২/২০১৪