রাতের নূপুর বাজে
          ঘন ঝুমঝুম
চোখের পাতায় নামো
          মূর্ছিত শিয়রে
বসে থাকো জ্বালিয়ে ঈর্ষাকাতর চাঁদ
মেঘের ভেতর থেকে ঢেউ ভেঙে ভেঙে
          সুর লহরী...


বয়ে যাক অভিমানে-
তারাদের জাগিয়ে রাখো শিশির কণায়
আলপনা আঁকা আঙিনায়
রজনীগন্ধা বাতাসে...


আমার নিদ্রা গাঢ় হয়
          নাচলে রাত্রি ঝুমঝুম।
__________________________________


কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি