আমাদের দু’জনের ভেতরকার দুরত্ব অনেকটাই বেশী ছিল
তাই , তোমাকে কাছে পেয়েও বলতে পারিনি
তোমাকে আমার ভাল লেগেছিল  –
তোমার শরীর ছুঁয়ে যে বাতাস আমাকে স্নিগ্ধ করেছিল
বিভ্রান্তের মত এখনো খুঁজে যাই
ঘোরে ও বেঘোরে তার দিক-দিশা
তুমি কি আবারও তাদের পাঠাবে মোনালিসা ?


আমার আশ্লেষের মেঘরাত আর স্বপ্নপুরীর বাসরঘরে
এখন একমাত্র আবাসিক বলতে তুমি,
আমার গোধূলি লগ্ন থেকে ঊষা
ধূসর জীবনের প্রতিটি স্বপ্নকনায়
তুমি কি ইচ্ছাকৃতই আলো দিয়েছিলে – মোনালিসা ?


নিখুঁত ও অম্লান যে হাসি ধরে রেখেছ এযাবৎকাল
যে আকর্ষণে দুর্নিবার আমার দিন ও রাত
যুগান্তরের সেই অপরিমিত উচ্ছলতায়
আমার আত্ম বিসর্জনের অকৃপণ লিপ্সা
তুমি কি জানতে পেরেছিলে – মোনালিসা ?


কোনদিন কি তোমাকে বলতে পারবো ,
শুধু তোমার জন্যই এখনো অস্ফুট ছবি আঁকি ...


© কমল নুহিয়াল , ১৭/০৫/২০১৪