পৃথিবীতে কোনকিছুই চিরকাল থাকেনা
কিছুই ‘অবিনাশী’ নয়
ঠিক যেভাবে   মাঠ-পাহাড়    নদী-সমুদ্র
একটা ভয়ংকর আগুন-পিণ্ড ছিল
                                 সূর্য-ভাঙা...


ঠিক যেভাবে, প্রজাপতির ডানায়
বাহারি রঙের উন্মাদনা
                    আসলেই শূককীট
ঠিক যেভাবে পাখির ডাকের মুগ্ধতা
                তরঙ্গায়িত কিছু বায়ুকণা
নেই, যেহেতু কোনোকিছুই চিরস্থায়ী নয়
আমিও না , তুমিও নও
রাজাও নয় এবং উলঙ্গতাও না
আজ কিম্বা কাল তো নয়ই।


কেনইবা জ্বলছি প্রতিমুহূর্তে
কি সুখ ! কি দুঃখ !
সুখ চিরকালীন না হলে
দুঃখ, কেন হবে ?


একদিন   উচ্ছ্বাস-জ্বালা   ঘৃণা-প্রেম
পার্থিব-অপার্থিব    মূর্ত-বিমূর্ত
          আমি ও তুমি  
                    মিলিয়ে যাবে...


আমরা জানতে পারব না
আগুনের পিণ্ড থেকে পাহাড়  সমুদ্র  নদী
উজ্জ্বল ডানা ও তরঙ্গায়িত কুহূতান
আমাদের বেদনা ও নবান্নের ঘ্রাণ
                    কখনোই ‘চির’ ছিলনা।


_____________________________________
কমল নুহিয়াল /  ২৩/১২/২০১৪
_____________________________________