ভাবছ,  কেন ভাবছি তোমার কথা – মোনালিসা
ভাবাটাই তো স্বাভাবিক....
যেভাবে আমার মনের প্রতিটি ভাব-এ
তোমার ব্যপ্তি
        ভাবনায় তুমি তো থাকবেই –


কালের সাথে গড়িয়ে গড়িয়ে
তুমি নামক নদীটি মিশে গেল
আমার সমস্ত ভাবনার ঢেউ তোমাকে আপন করে নিল
আমার জলের নোনাস্বাদ    তোমার মিষ্টতায়
যেদিন মৌলিকত্ব হারিয়েছে
ফ্যাঁকাসে জল গাঢ় নীল হয়েছে
কি করে ভাবনার থেকে দূরে রাখি ?


একবার ভেবে দেখ, তোমার কথা ভাবা কি বিলাসিতা,
তোমার কি মনেহয় এগুলো অভিনয় !


আমার সকাল দুপুর দিন রাত্রি
    সপ্তাহ মাস বছর
              আমার অবসর
তোমার ভাবনাতেই তো কাটিয়ে দিতে চেয়েছি
আমার মননে আমার অধিকার
আমার ভাবনার বিস্তৃত সংসার
আমাকে ভাবতে দাও যতটুকু বেঁচে আছি।


© কমল নুহিয়াল ০৫/০৮/২০১৪