নীল আকাশে মেঘ জমেছে
মনটা খারাপ তাই
কালো আমায় নাচ দেখাবে
কি করে বাইরে যাই !


ওর পেখমে রঙ দেখেছি
উতল হাওয়ার ঢেউ
কত যতনে কত যাতনা
সাজিয়ে রেখেছে কেউ ।


কালো আমার মন নিয়েছে
একলা থাকাই দায়
বাঁশির সুরে মেঘের ঘটা
বুকে জমছে হায় -


কালো তোমায় ভাল বেসেছি
এতটুকু নেই ভয়
লাজ ঢাকছি মেঘ আকাশে
মন কি আড়াল হয় !


সেই কবে যে আঁচল টেনে
করে ছিলে বদনাম
কালো তোমার প্রেমেই আমি
ভিজতেও শিখলাম ।


কালো তোমার একটা পালক
আমায় রাখতে দাও
সারা অঙ্গে লাগুক বাতাস
আপন করেই নাও ।।


কমল নুহিয়াল  ০১/০৭/২০১৪