প্রতিদিন একটু একটু বৃষ্টি হয়
অল্প অল্প জল জমে,
জল বাড়ে বুকচিরে বয়ে যাওয়া নদীটির
আমি মহা-আনন্দে ডুবে যাই
আ-শরীর ডুবে যাই,
কারণ আমার ডুবতে ভালো লাগে,


এমন ভাবনাই ধরা ছিল
এমনভাবেই নিজেকে মাছ , কখনও সাবমেরিন...


ভাবতাম-


আমি সবসময় ডুবে থাকতে পারি
আমার শ্বাসপ্রণালী গভীর
আমি ডুবে থাকতে পারি আজীবন


একফোঁটা দুফোঁটা করে করে
এখন জল বিপদসীমায় দাড়িয়ে
           বিলক্ষণ টের পাই ডুবে যাওয়া কেমন হয়...


© কমল নুহিয়াল ০৭/০৭/২০১৪