হাজার চেষ্টা করলেও আরেকটা তাজমহল,
আরেকটা প্রেমের প্রতীক
                  বানাতে পারব না,
আমার সে ক্ষমতা এজন্মে হবে না
বার্দ্ধক্যের সন্ধিলগ্নে জরাগ্রস্থ-


এত শক্তিও নেই
        তোমার জন্য খুঁজে আনি
                    পারিজাত ফুল...
অনেক সহজলভ্য বকুল
একটা মালা তারই দেব
তোমার বাহারি খোঁপায়।


আমার বাগানের সযত্নে লালিত জুঁই,
     তুমি ভালবেসে এগিয়ে দিলে হাত
দিতে পারি রক্তগোলাপ , আর
     কিছু প্রিয় দুধ-বাদাম চকোলেট
ভূমণ্ডলের পুরোটাই দেবো
                         আমি অনিকেত ...


© কমল নুহিয়াল ০৯/০৭/২০১৪