চারি দিকে দেখি মুখ
        নানা রং  মুখোশের
কেউ ঢাকে ফাইবারে
        কেউ রাখে কাগজের ।


দেখে শুনে বোঝা দায়
        মেকিতার আবরণ
ধরে রাখা বড় ভার
        কত তার আয়োজন।


চামড়ার মুখগুলো
        বাতাসের অভাবেই
পাংশুটে মুখ সব
        মুখাটার স্বভাবেই।


যতবার টানি তার
        তত রূপ দেখা যায়
মন-ভাব মানুষের
        মুখোশেই ঢেকে যায়।


মুখোশের আড়ালেতে
        ছোট বড় সকলেই
আসলের মজা ভারি
        মজে মন নকলেই।


(c) কমল নুহিয়াল ০২/০৭/২০১৪