মনস্তাত্বিকেরা সহজেই চিনতে পারেন একটা মানুষকে
খুলে ফেলতে পারেন মনের বদ্ধ কুঠুরিগুলি অনায়াস
মনের প্রতিটি অলিতে-গলিতে তাদের বিচরণ।


মনস্তাত্বিকেরা সহজেই বুঝে নিতে পারেন অনেককিছুই
তাদের মস্তিষ্কের উত্তাপের ব্যপ্তিতে ঘটে যায়
গভীর জমাট অ’বলা শব্দের স্বতঃ বিগলন।


তবে,
মনস্তাত্বিকেরা সহজেই নিজেকে সরিয়ে রাখেন
একপ্রকারের রোগীদের থেকে- তারা কবি,
আপাত নিরীহ এই প্রাণীদের চেনা দায় –
এদের মন খোলা হলেও
গুমোট অন্ধকারাচ্ছন্ন,
প্রতিদিন প্রতিমুহূর্তে প্রতিটি শব্দে
রহস্যের হাতছানি,
কয়েকটি ব্রহ্মাণ্ডের সুবিশাল সাগর
কয়েকশো সাগরের অসীম শীতলতা
মনস্তাত্বিতকেরও উত্তাপ শুষে নিতে পারে...


মনস্তাত্বিকেরা তাই কবিদের কথা ভাবে না ।


কমল নুহিয়াল  ৩০/০৬/২০১৪