তাহাদের কোনও বাড়ি ছিল না
উঠোন বারান্দা অথবা ছাদ
দীপমালা সাজিয়ে রাখার মত আশয়
অথবা যে-বিষয়ে আলোকিত শ্যামা-রাত।


তাদের রংচঙে কাপড়ও ছিল না
তাই, ন্যাংটোগুলোর লজ্জা ঢাকা মলিনতায়
জরি নেই, তারাদের ঝিলিকওতো নেই
ছাতিগুলো চুপসে রয়েছে উদাসীনতায় –


ফুটপাথ আর স্টেশন চত্বরে তাদের
ফ্যালফ্যাল চোখ চেয়ে আছে নিষ্প্রাণ
দূরদূরান্ত থেকে ভেসে আসা ক্ষুধা
আর ক্ষুধাতুর উৎসবের সুমিষ্ট ঘ্রাণ –


তাদের শব্দ নেই, আনন্দ-বাজি নেই
সুবিশাল কষ্ট-কাঁথা জড়িয়ে রয়েছে শরীর
ছমছমে নিদ্রাহীন এই শ্যামারাতে
তাদের অন্ধকার অপরিমিত সুগভীর ।


© কমল নুহিয়াল ২৫/১০/২০১৪