কালো কালো অক্ষরগুলি জুড়ে জুড়ে
নিরেট একটি শব্দের জন্ম হয়
শব্দের রঙ থাকে, গভীরতা থাকে
জীবনরস , আনন্দ বিষাদ বেদনা ভয়।


রামধনুর মতন যে শব্দে প্রফুল্লতা
এককে ধনু হয় অতীব ভয়ংকর
রাম শব্দটিতেই পাই সাহস প্রবল
পৌরুষ আর শ্রদ্ধা নিরন্তর ।


কালো কালো অক্ষরে আমারও শব্দ হয়
কালো কালো অক্ষরে আমার শব্দও কালো হয়
কালো কালো অক্ষরে আমার শব্দগুলিতেই ভীত হই
কালো কালো অক্ষরে আমারই শব্দে আমি নিজে দগ্ধ হই।


© কমল নুহিয়াল ২৬/০৯/২০১৪