কাজল ও’তোর চোখের পাতায় জল
কাজল কেন একলা কাঁদিস কোনে
আমিও যে নদী রেখেছি মনে
আমায় কি তুই কাঁদতে দেখিস বল !


লুকোনো কোথায় কনকচাঁপা হাসি
ঠোঁট দুটো তোর শুকনো কেন কাঠ
আমার ঠোঁটে তারায় ভরা রাত
মনকি খারাপ আমার চাইতে বেশী !


তোর কেন আজ করুণ এত ভোর
জবাকুসুমের মতন রাঙ্গা আঁখি
কাজল আমি রাতজাগা এক পাখি
চোখ দুটো তবে ফুলেছে কেন তোর !


সকাল থেকেই আকাশটা তোর ঢাকা
মেঘগুলো সব ঘনিয়ে নামছে মুখে
গভীর কালো বয়ে চলেছি বুকে
বৃষ্টি কেন তোকেই দেয় রে দেখা !


ঝমঝমিয়ে নামলো দুপুরবেলা
তোর শরীরে অনেক জোয়ার ছিল
বৈশাখী ঝড় আমায় উড়িয়ে নিল
শিখবি কবে অশ্রু গিলে ফেলা !


সন্ধ্যাবেলায় মালতির ঝোপেঝাড়ে
শাঁখের শব্দ তোর কান্নায় শুনি
আমার বুকের শিঙ্গা নিনাদ ধ্বনি
তবুও শব্দ তোরই কেন বাড়ে !


কাজল এখন অনেক হল রাত
কাজল তোর ওই মনের ব্যথা বুঝি
কাজল তোকে তোর ভেতরেই খুঁজি
আমার দিকে এগিয়ে দিবি হাত !


© কমল নুহিয়াল (১/৯/২০০৯)