শুকনো পাতাগুলো ঝরছিল    ফাল্গুন তাই
এক দুই তিন করে    প্রায় সব
                        ঝরেছিল  মাটিতে


আমি পাতার শব্দ শুনি,
বাতাসের প্রীত লালনে   খোলা দ্বার
মনের ভেতরে কত কথা জমা রয়েছে   পাতার
বেদনার    মৃদু-মৃদু ধ্বনি     বড্ড লাগে


আসলে, নাভিমূল থেকে বিচ্ছিন্ন হলে
ব্যথা সব সর্বজনীন হয়ে যায়…


আমি শুনতে পাচ্ছি পাতার শুকিয়ে যাওয়া মন-কথা
আমার বাতাসে ভেসে আসছে
                              বহুবিধ ব্যথা ।