শত জন্মের বাস ও উপবাসে
     অনেক না-বলা আর্তি রাখা ছিল -


এবারে বলেই ফেলি      সব খুলে


মোনালিসা,  তুমি কি বুঝতে পারোনি
     যে শিশিরের কণা জমে আছে চোখে
নোনাভাব       ধরে রাখে     অতল ...


কালের কুয়াশায় ঝাপসা হচ্ছে সব
ধুঁয়া-রিং ছেড়ে যতবার বানিয়েছি      অবয়ব
মিশে যাচ্ছ নিঃশ্বাসে
                ব্যাপ্ত আকাশে       ছবি খুঁজি


পড়ে থাকা সিগারেট টোটায়     রক্তলালার ঘ্রাণ
স্বপ্নের পরকীয়া     ভাসমান ।
  
আজকাল ঘুমটাও হয়েছে গহীন     গাভিন
       ঘুমের ভেতরেই ঘুম       দেখা নেই
বহুদিন          বহুদিন পর স্বপ্নেরা জাগে !


কারণে  ও  অকারণে
হাতড়ে বেড়াই অতীতের পাতা
পায়ে পায়ে      যুগান্তরে      ধুঁধুঁ    মরীচিকা ...


৩১/১০/২০২০  রাত্রি ৯ঃ০০