মনপাখি, একবার তুমি প্রিয়তমা মোনালিসা হও
তোমাকে আদ্যোপান্ত দেখি, দেখে দেখে লিখি
তোমার ক্লান্তিহীন হাসি-ঠোঁটে চাঁদনিও দিশাহারা।


মনপাখি, একবার তুমি প্রিয়তমা মোনালিসা হও
জানুক মানুষ তোমাকে কেন এত ভালবাসি
কেন সূর্যের তাপে উত্তপ্ত দেহ নিয়ে ঘুরেফিরে আসি
মনের দুয়ারে যত রক্ষী রাখা আছে
কোন মোহে কোন লোভে তোমাকে একলা চাওয়া
কেন উতলা বুক ; পাগলের মত কড়ানাড়া।


মনপাখি, একবার তুমি প্রিয়তমা মোনালিসা হও
আমি তোমার শিয়রে জ্বালিয়ে রাখব তারা
জোনাকিরা পথভ্রান্ত হবে, হোকনা তাতে কি
আমি যে শুধুই তোমার উন্মুক্ত বুকের ওপর
ভেজা ঠোঁট আর বিষণ্ণতার কবিতা লিখি
জানুক মানুষ, তোমার জন্যই আমি চির ধ্রুবতারা ।