গ্রীষ্ম,
শীতল হাওয়া তোকেই দেব ভাবি
উত্তাপ তবু বাড়ছে কেন বল
মেঘগুলো সব আগুন জ্বালায় জ্বলে
বাঁচিয়ে রাখা একটু মনের জল


বর্ষা,
ভাবছি যখন কোথায় ছিল ওরা
আকাশ জুড়ে ঘনিয়ে আসলো সব
এখন শুধু তোকেই দেখছি আমি
বুকের ভেতর প্রেম-পিয়াসী রব


শরত,
সাজলো কেমন আকাশ শুভ্র-নীল
ছন্দেলয়ে দুলছে কাশের মাথা
ভোরবেলাতেই শিউলি কুড়িয়ে রাখি
তোরই জন্য স্বপ্ন-মালা গাঁথা


হেমন্ত,
বাজনা-বাদ্যি ঝলমল কত আলো
তোর অঙ্গে শোভা বাড়ছে খুব
ভালবাসি তাই রঙিন স্বপ্ন দেখা
এবার দেবই যৌবনে তোর ডুব


শীত,
তোর জন্য ছোট্ট একটা ছাদ
ছাদের নীচে একচিলতে রোদ
আমার মনে জায়গা প্রচুর আছে
মনের ভেতর ভালবাসার বোধ


বসন্ত,
উষ্ণ প্রবল স্বেদ-ঝরানো শীত
অচিন গন্ধ ডানা মেলেছে ফুলে
তুই আমাকে ছয়টা ঋতুই দিলি
তোর জন্য মনটা দিলাম খুলে।


© কমল নুহিয়াল ০৯/০৯/২০১৪