একটা জনম ব্যর্থ শুধুই খাটা  
একটা জীবন বাঁচতে কষ্ট ভীষণ
একটা জীবন দিশাহীন ছোটাছুটি
একটা জীবন ঊষায় আশা কিরণ ।  


কতদিন আর এভাবে চলবো বলো
কতকাল ধরে একই ঘানি টানা
ছুটির একটা ঘন্টা যদি বা হতো
বাতাস জুড়ে মেলেই দিতাম ডানা।


আমার এখন বিকেল মাখা রোদ
দিনের যত জমাট বাধা ব্যথা
বুকের ভেতর ছুটির কালো মেঘ
বরফ করেই রাখছি জীবন গাথা ।  

ঝড়-ঝাপ্টা সামলে নিচ্ছি কতই  
প্রতিদিন কি কষ্ট সওয়া যায়  
এবার আমার ছুটি নেবার পালা
ঘন্টা বাজাও পূরণ করো দায়।