আবার যদি দেখা হয়
জানি, তুমি ডুরেকাটা হ্যান্ডলুমের শাড়িতেই আসবে
তুমি ভাল করেই জানো      যৌবন
লুকিয়ে রাখতে নেই      তাইতো সেদিন
অশাসিত অর্যমা
        দেহগত রশ্মিগুলো মেলে ধরেছিলো
আমার মস্তিষ্কের      হাজার কোটি নিউরন  
বিক্ষিপ্ত কটিতটে...


আবার যদি দেখা হয়
তোমার বাহারি খোঁপায় একটা ফুল রেখো     জুঁই
জ্যোৎস্নার আলো  ওখান থেকেই আসুক
        ভিজিয়ে দিক আশরীর    প্রাচীনতায়


আমি রাত্রিকেও বলেছি     নামুক তরল
মজ্জাগত ঝর্ণারা   সেদিনও হারিয়েছে জল
অচিনগন্ধ  ঘনিমায়  


আবার যদি দেখা হয়       ডুরেকাটা হ্যান্ডলুম
একটা লজ্জা চুম্বন আঁকবোই
             তোমার ঔদ্ধত্যের আঙিনায়...