ভোট আসছে ভোট আসছে এই নিয়ে সব উতলা
ভোট যে রাজনীতির আখড়া সেটাই কেউ বোঝেনা।
রাজনীতির বাদশারা তাই ভোটকে নিয়ে পাগল
সাধারন মানুষেরা হয় যে আর্থিক দুর্বল।
ভোটের আগে মুখ খুললে শুধুই প্রতিশুতি,
কল হবে, রাস্তা হবে, হবে গাড়িবাড়ি।
উড়বে তুমি আকাশেতে নামবে পাতালফুঁড়ে
টিপ দিয়ে দাও ভোট চিহ্নের মাঝখানে।
দিলে ভোট খুবেই ভালো,না দিলে প্রহায়
বেঘোরে প্রানটা যাবে হবে পাগরপার।
ভোট শেষে নেতারা তাই আনন্দে লুটোপুটি,
কারও হাতে বাঁশি তো কেউ বা পায় সস্তি।
বড় বড় নেতারা সব আখের গোছাতে ব্যাস্ত
ভুলে যায় প্রতিশুতি যেগুলি করেছিল মুখস্থ।
হিংসায় আর মারামারিতে যখন সম্পন্ন হয় পরব
মানুষের মুখে আছে শুধু কোলাকুলি রব।
ভোটেই ওদের মাতাপিতা, ভোটেই ওদের আপনজন,
ভোটের জন্য তাইতো তাদের জীবন দেওয়াও প্রয়োজন।।