সহজ সত্য কঠিন মিথ্যাকে অতিক্রম করবেই
আকাশে নিশীথ তারা জ্বলবেই,
আপন কক্ষে পৃথিবী করে ঘূর্ণন
নিভে যাবে দীপ যবে,নব কান্ডারী করে শিখা প্রজ্জ্বলন।


অনন্তকাল যেথা চলে গেছে দিগাম্বরী
যাবে সবাই অপেক্ষা কেবলি কালের,
রইবেনা পড়ে এ রণস্থলে কয়েকটি ভাঙা বর্শা
জোড়া দিয়ে বর্শায় আসবে নতুন মহারথী।


আমি না হয় পারলাম না
শুধু দিয়ে গেলাম বিদ্রোহের সূচনা ।
ক্ষনজন্মা তাই হব বাসিন্দা আকাশের
বিদ্রোহী আমি থাকবনা,তবে মম বিদ্রোহ চিরকালের।


যে সন্ধ্যা আমি দেখবনা
উত্তম যেন হয় সে গোধুলি,
আহাজারি হে পৃথিবী যেন না শুনি
স্বাগতম আসবে যত মহাবলী।