সারাদিন রোদে পুড়ে শান্ত সবে হলি,
মরার মত অঘোর ঘোরে কেন ঘুমাচ্ছিলি?
ঘর নাইতো কি কারনে ফুটপাত তুই এলি?


গাড়ির চাকা চাপবে আমার,  তোর বুকের পরে,
মদ্যপ হয়ে না চালালে কি জাপটে ওরা ধরে?
গরীব তোর যন্ত্রনাকে, টাকায় বস করে।


মদ্যপ হয়ে রাতের রাস্তায় ছোটাব বিদেশী গাড়ি,
গাড়ি চলল কোথা দিয়ে থোড়াই কেরার করি।


মাদকের নেশায় শিথিল হয়ে মাথায় রক্ত চাপে,
পাশের বান্ধবী শক্ত করে আরো আঁকড়ে ধরে থাকে।


তাতে না হয় মরল দু চার শ্রমিক গোছের লোক,
আইনবাবু আছেন বসে, ছোবে কোন জোক?


জোকের মুখে নুন দিয়ে বাঁঁচব ছলে বলে,
আবার রাস্তায় উড়াব গাড়ি, উন্মত্য দাবানলে।