শেষটা বেশ কাটল কদিন,একটু আদর যত্নে
যমপুরীতে চিত্রগুপ্ত হিসাব করে একমনে।
যাযাবর নম্বর একশত পশ্চিশ লক্ষ আলোকবর্ষ সাতাশশো তিন,
"বলো অর্বাচিন"!
কে যেন হাকে,
চিত্রগুপ্তের হিসাবের ফাকে।
এ কে যেন যমদূত প্রায়,
চিত্রগুপ্ত শোনালেন হিসাব, আমি নিরুপায়
"হবে এই যাযাবরের বিচার,
আপনি ধ্র্মব্তার"!
হোক বিচার,মানি ক্র্ম(karma)কে,
কিন্তু যাযাবর বলে কেন ডাকেন আমাকে?
শোন তবে ব্ত্স এজীবন চক্রে
আজ গোটা প্রাসচাত্য যারে স্বীকার  করেছে।
সেই ক্র্মফলে নিখুত হয় বিচার,
ধার্য হবে পরবর্তী জীবন যাযাবর তোমার।