অসহ্য হলেও সহ্য কর এটাই তো জীবন,
তোমার হাতে কি আর আছে সবই সহন।


সীমার মধ্যে থাকার নামই সভ্যতার পরিচয়,
তোমার সহ্য না সাথ দিলে হবে নিন্দা নিশ্চয়।


সহ্য করো যতই হোক অন্যয় আবদার,
পথের কাদা ছেটাই ওনার গাড়ী দমদার।


তবু তুমি না সহ্য করে যদি প্রতিবাদ করো,
শুনতে হবে অন্যয় অকাট্য  যুক্তি বড় বড়।


প্রস্তাব আসতে পারে উনার ইচ্ছা হলে,
সহ্য করো সেটাও, ওরাবেন হাসির ছলে।


সহ্য আর অসহ্যের দোলাচলে আজও,
অনেক জীবন শেষ হয়, এসে যাই কারো?