হাজার বছর ধরে, বয়ে চলেছে এ পরম্পরা।
রাজার ছেলে রাজা আর প্রজার ছেলে প্রজা।
স্বপ্ন তার পক্ষীরাজে চরে শিখেছে বিলাস ছোট থেকেই।
আর অন্যদিকে ক্ষুদার্ত আমি আস্তাকুড়ে পরে কেউ তাকাইনি আমার দিকে।


বিলাসিতার আতিসয্যে যখন তুমি আমার কাধে যেতে প্রাতকৃত্যে,
শঙ্কিত আমি ছিলাম দর্শন পার্থী  তোমার নিমিত্তে।
বুঝিনি সবই ছিল তোমার  অন্যায় কারসাজী,
চাটুকারের উসকানীতে মত্ত তুমি বোঝোনি , তোমার বেয়াদপি ।


আজ সেই আউরঙ্গজেব আর নেই।রাজা শ্শাঙ্ক আর নেই,
নেই সে চোর, যার হাত কাটা।
তবু আছে যা, শুষক পত্রের উপর লেখা,দু চারটি কথা,
ব্যথা দেয় মন,
হাজার বছর ধরে, হাজার বছর ধরে, হাজার বছর ধরে।


-তাং ১৪/৫/১৭ (র বিবার