সৃষ্টির অনবদ্য নিদর্শনে,
সৃষ্টির্কতা করেছেন বিস্মিত।


স্রষ্টার সৃষ্টি প্রকৃতি আর মানব,
আবার মানবের সৃষ্টি বিজ্ঞান।
স্রষ্টার সৃষ্টিকে টেক্কা দিয়ে,
মানব হতে চায় সর্ব্শক্তিমান।


কিন্তু, দূর-দূরান্তে যত দূর বিজ্ঞানের দৃষ্টি,
খুজে পাওয়া গেল না আর একটিও পৃথিবী।


বিজ্ঞানকে বোকা বানিয়ে সৃষ্টির্কতা কখনো
হেনেছেন প্রলয়ংকর বন্যা, কখনো ক্ষরা।
যে বিজ্ঞানের বলে মানুষ আজ বলীয়ান,
মানুষের অহংকার চুরমার করে প্রায়স করে আঘাত
আকসাৎ ভূমিকম্প, কিন্তু কেন?
স্রষ্টা কি চায় না , সৃষ্টি আরো সমৃদ্ধ হোক?


নাহ! প্রকৃতি তার নিজস্ব লয়ে চলে বিশ্ববলয়ে,
যখন-ই বিজ্ঞান তার ছন্দপতন করেছে দূষিত করে পরিবেশ,
প্রকৃতি মানবকে সচেতন  করেছে শুধু, না লঙ্ঘিতে লক্ষন-রেখা,
নতুবা, না হতেও পারে শেষ রক্ষা।


-তাং ৩/৪/১৭ (সোমবার)