ওই দুরে ওই সীমান্ত যাই দেখা,
তার ওপারে আমার চাচার বাড়ী।


শুনেছিলাম চাচা আমার খাসা,
বাঁশ দিয়ে  মই বানাতে পারে।


আমি যখন অনেক ছোট ছিলেম,
আমার বাবা, এলো এপাড়, কাজে।


চাচা,চাচী আর আমার ছোট ভাই,
রইল সবাই ওপাড়েতে বসে।


কাঁটা তারের ওই বেড়াটা হটাৎ ,
চলে এলো, রাত পোইয়ালে মাঝে।


সবাই বলে স্বাধীনতা নাকি,
পেলাম মোরা , অনেক দিনের পরে।


বুঝলাম না কিসের স্বাধীনতা,
স্বাধীনতা কি শুধুই আলাদা করে?


ওইতো ওই মাঠের বাঁকের পড়ে,
ওটাই বোধ হয়,আমার চাচার বাড়ী।


তবে কেন সবাই এটাই বলে,
এইদেশটা হয়েছে ভাগাভাগি।


এখন কেন আসেনা চাচা,চাচী,
আমরাও কই,যাই ওদের বাড়ী?


আমি ভাবি,চাচা যদি মই বানাতেই পারে,
কেন বেড়া টপকে আসেনা মোদের ঘরে?


-তাং ২৯/০৩/১৭ (বুধবার)