সীমাহীন ইতিহাসের মাঝে  আমি মাঝি
নিরুপায় নিরুত্তর অনেক সাক্ষী হয়ে আছি।


যেদিন  বাংলা  বিহার উড়িষ্যার নবাব এলেন নদীপারে,
উঠলেন নৌকায় আমারে,
রাজা ছিলেন ছদ্মবেশ ধরে।
চিনেও না চেনার ভান করি
কারন অগোচরে যে মৃত্যু হাজির,
তরবারি হাতে সেনাও উঠল নৌকায়,
আজ তিনি শিহরিত শাসক,
যার আদেশে গুরুত্ব ছিল কালও,
আজ সে ফকির, ভাগ্যের পরিহাস্য,
সামান্য সেনার হাতে কি হবে তার নিধন?
অস্তাচলের সূর্য চকমকিয়ে দিল গোটা নৌকাখানি,
ইসারাই সতর্ক তাও করেছিলাম অনেকবারই,
কিন্তু রাজা তখন জজরিত শোকার্ত,
বুঝলেন না ইসারা বা অহেতুক তর্ক,
উকি দিচ্ছিল আমার ভয়ের কারন জানি,
রাজা যে ছদ্মবেশে ভুলেছেন লুকাতে পাদুকাখানি।