আফসোস হতেই হয় জীবন নদীর বাঁকে,
শয়তানের হ্রদয়ে কি ভারসাম্য থাকে?


নিপাট ভদ্র লোকও, ভূল করতে নয়,
আফসোস না থাকলে, অভদ্রতার পরিচয়।


মাতাল আপন মনে,তবু সহ্যের আসকারা,
তার কাছে কি পাবে,আফসোসের ফোয়ারা?


সময় থাকলে সময়ের মূল্য যদি না হয়,
আফসোসের খাতায় আঁকে হ্তাশার ক্ষয়।


"দাঁত থাকতে দাতের মর্ম" করেন গুনীজন,
তা না হলে, আফসোসের সীমাহীন বহন।


-তাং ২৪/০৫/১৭ (বুধবার)