লেখার শেষ নেই, বৃষ্টির কত সৃষ্টি ,
কিন্তু লিখেছো কেঊ বৃষ্টির অনাসৃষ্টি।


অনেক কবির কাব্যিক বিকাশে আছে বৃষ্টি,
কিন্তু নেই সেই ছোট্ট শিশুর হাসি আর মিস্টি।


প্লাবনের বান নিয়ে যাই ছোট-বড় অনেককে,
মাঝির আর ভাল্লগে না, পা যে কাটে শামুকে।


বৃষ্টি কি শিশুটির আশির্বাদ না অভিশাপ?
না কি শুধুই তোমার চশমার ছাপসা আলাপ?


আলানের মৃত্যুতে গোটা বিশ্ব আজ কতই তোলপার,
কিন্তু কতো আলানের মৃত্যু ভুলছে এই নিষ্টুর সংসার।


আজ বিধান যতই ব্জ্রধ্বনি আসুক আমার ঘরে,
বৃষ্টি তোমার আলিঙ্গনে হব না মত্ত অঘোরে।