খেলার মাঠে কখন ক্রিকেট বা ফুটবল,
কখন হকি,  ভলি বা  বাস্কেটবল।


কত রকমারি খেলায় মাতে কচিকাঁচা,
যেন চলছে রকমারি কলহের হরবোলা।


এখানে সুমনা ওখানে আয়েশা,
ওই দেখ ওই এল দিয়া আর বর্ষা।


খেলা মাঝে ছেদ পরে এল ডাক ওই,
বলে, "আইরে সত্তর পড়তে আই"।


গৃহশিক্ষক হনন করে, অনেক বিকেলবেলা,
অনেক শৈশব অন্ধ হয় একলা একলা।


মাঠে একদল চলে যায়, একদল আসে,
কিন্তু আত্মীয়ও জানে না বসে আছে পাশে।