যন্ত্র যদি না হত হাতে, ভাবা যায় কি হতো,
যন্ত্র মোদের জীবনের কাজে লাগে প্রতিনিয়ত।


কিন্তু, যন্ত্র মাঝে  যঙ্ঘ্মতায় মানুষ যখন সামিল,
অকম্মার নাগপাশেতে আজ বড়ই নির্ভরশীল।


মানবের শক্তিহ্রাসে যন্ত্রের য্ন্ত্রনা,
কর্মক্ষমতা নাশে আড়ম্বরের মন্ত্রনা।


যন্ত্র আজ যন্ত্রমানব , করছে সবই কাজ,
এই যন্ত্রই একদিন সৃষ্টি করবে  মানবের ক্পালে ভাজ।


হ্রদয়ের বন্দিবেশে মস্তিকের দাদাগিরি,
যন্ত্র-এর পেসনে তাই সেল্ফির ছড়াছড়ি।


-তাং ৩০/৫/১৭(মঙ্গলবার)