"আমি বেঁচে আছি, আমি আরো বাঁচতে চাই" ,বল্লাম যাবতীয় জংঘমতা কাটিয়ে উদ্বাহু হয়ে।
তাছিল্য ভরে রেখেদিল আমায় লাশকাটা ঘরে,ওরা ঘুস খেয়ে।
সৃষ্টি ও স্রষ্টার মাঝে দাড়িয়ে তীব্র তিরস্কারে,
কারন আমি নাকি জারজ! কলঙ্কের বিচারে।


আমি জানি না আমার পরিচয়,  জানি না কে আমার বাবা-মা?
তুমি বলতে পারো? না পারো না ,আর জানতেও চাও না।


আচ্ছা! আমি হিন্দু না মুসলমান না খ্রীষ্টান?
আমি হিন্দু হলে কোন মন্দিরে আমার ঠাই হবে?
মসজীদে হবে ? না গীর্জায়?
কে আমাকে করবে স্বীকার ?


সব জেনেও, কে আমাকে বলবে তুই না হিন্দু , না মুসলিম , না খ্রীষ্টান।তুই মানুষ।


আই! তোকে একটু আদর করি।


আর তোর ধর্ম মানবতা।