নকলের রাজ্যে পৃথিবী রম রম,
নকল গানে মঞ্চ করে গম গম।
আজ স্বকিয়তার দাম কোথায়?
নকল ঢুকেছে সকলের মাথায়।


নকল ছবি , নকল গান ,
নকল লেখা , নকল প্রান।
নকল দেশে আসল মেকি,
মুনাফা এমনি আসে নাকি?  
নকল চাল, নকল ডিম,
কার্টুনে এখন নকল ভিম।


নকল করে আজ সবাই রাজা,
তা না করলে, তুমি প্রজা।
নকল এক এমনই নেশা,
নকল ছাড়া কঠিন বাঁচা।


রুদালীর সুরে আড়ম্বরী গানা,
নকলের রাজ্যে আসলের কান্না।।


-তাং ১৯/৪/১৭ (বুধবার)