সহস্রবচ্ছর ব্যপি বিস্তার ইতিহাসে,
শৌয্যের উজ্জ্বলতা  উপাখান আঁকে।
"আমি সুভাষ বলছি"...উক্তিতে আকুল,
ভারতবাসী উদ্বেলীত,প্রান শাখাকুল।


এমন মহান নেতা, স্বাধীন চিন্তাগামী,
কৈশরেই ছিড়েছিলেন দাসত্বের শিকল-বেড়ী।
"নেতাজী" আখ্যা পান বিপুল সমর্থনে,
পিছুপা হননি কেউ , আত্ম বলিদানে।


সমগ্র বৃটিশ রাজে, অনন্য প্রতিরোধী,
বহুমুখী প্রতিভার নিস্কলুস "আজাদী"।
"আজাদ হিন্দের" হে অতন্দ্র কান্দারী,
যোগ্য সম্মান কি আমরা দিয়েছি??  

ইতিহাসের পাতায় বন্দি, আমার সমাধি।
"তেজোর কুকুর", কি আমার পরিধি?
দাসত্বের প্রকৃস্ঠ উদবক্তা,বড় "বোদ্ধা লালমুনি",
কিসের করে জাহির চেষ্টা, নিজেই জানেনি।


অসহ্য একালের রঙ্গ দুনিয়ার,
নিজেকে জাহির করা এখন কারবার।
এরই মধ্যে এক বৃদ্ধ "লালমুনি",
দাবী করেন তিনি আধুনিক "নেতাজী"।


-তাং ২৫/০৪/১৭ (মঙ্গলবার)