পয়লা বৈশাখ স্বাগত হে নব বর্ষ,
পুরাতনের আবসানে, নবীনের হর্ষ।


বাংলা আর নববর্ষের যোগ সুপ্রাচীন,
সম্রাট আকবরও মেনেছিলেন ইহা সমীচিন।


চৈত্রের শেষে, বাঙলীর খাজনা উঠানে,
বিধান দিয়েছিলেন বাংলা উত্সব মননে।


বাংলা ভাষা প্রানের ভাষা অমৃত সমান,
এই ভাষার জন্য জানও কুরবাণ।


আমরা বাঙালী , বাংলা মোদের প্রাণ,
অনেক গুণী রেখে গেছেন এই ভাষার মান।


আজও দুই বাংলা এক, এই মহা পরবে,
নতুন পোষাক পান্তা-ইলিশ প্রতি ঘরে-ঘরে।


নিন্দুকেরা কুত্সা করুক, দিক সংসকৃতির দোহাই,
বাংলা-বাঙালী মেতেছে, করে কেয়ার থোরাই।


দেখো, বাংলা কেমন মেতেছে এই মিলন উত্সবে,
আজ বাংলাটাকে ভরিয়ে দেব নাচে আর গানে।।


-তাং ১/৪/১৭ (শুক্রবার)